|
---|
আলিফ ইসলাম: মেমারি : ০৩জুলাই : কলকাতার শায়ক পত্রিকার ১২৫ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। জামালপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত অপরাহ্ন বেলার এই মহতী সাহিত্য সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী, কবি তথা প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু বন্দ্যোপাধ্যায়, এছাড়া প্রধান অতিথি হিসাবে সেখ আফজল আলি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেখ আবেদ আলি। কলকাতা, বর্ধমান, জামালপুর, মেমারি,দশঘরা, রায়না,তালিত প্রভৃতি স্থান থেকে প্রায় অর্ধশতাধিক সাহিত্য প্রেমী মানুষ এই মনোমুগ্ধকর সাহিত্য সভায় উপস্থিত ছিলেন।রজত জয়ন্তী বর্ষ অতিক্রম করা শায়ক পত্রিকার সম্পাদক শেখর দাস,প্রকাশিকা অমিতা দাস, এই সাহিত্য সভার আহ্বায়ক সেখ সুরমান আলি, শুভাশিস হালদার, বাসুদেব সাঁতারা, ফিরোজা বেগম প্রমুখের আপ্যায়নে মহম্মদুল হক, সেখ জাহাঙ্গীর,শ্যামাপ্রসাদ চৌধুরী,বিজন দাস,তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম, সেখ শাহীন আলি,পিয়াসী ঘোষ, দীপ্তি কুন্ডু,ব্রতীন বসু,মনোজ রথ, অমিতাভ ঘোষ,মনোজ ত্রিবেদী,মাধব ঘোষ প্রমুখ ব্যাক্তিগণ কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত এবং বক্তব্যে মনোজ্ঞ এই মহতী অনুষ্ঠানটি মনোমুগ্ধতায় ভরিয়ে তোলেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অমিতা দাস। এছাড়া বর্ষীয়ান শুভাশিস হালদার এবং ৮৫ বছর বয়সী কৃষ্ণ বন্ধু বন্দোপাধ্যায় কন্ঠসঙ্গীতে মোহিত করে তোলেন।শায়ক সম্পাদক প্রত্যেক উপস্থিত গুণীজনকে অগ্ৰিম আমন্ত্রণ জানান আগামী নভেম্বরে শায়ক এর পঁচিশ বছর পূর্তি তথা রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত সাহিত্য সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটি কে মনোমুগ্ধকর করে শায়ক কে সঙ্গ দেওয়ার জন্য।