|
---|
ময়নাগুড়ি , ২৫ ডিসেম্বর : জলপাইগুড়ি চাইল্ড লাইনের প্রতিনিধি এবং ময়নাগুড়ি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন । ময়নাগুড়ি ব্লকের বেতগারা এলাকা থেকে শনিবার নাবালিকাকে উদ্ধার করে থানায় নেয় প্রশাসন । পাশাপাশি নাবালিকাকে প্রেমিক যুবককে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে চাইল্ড লাইনের প্রতিনিধিরা এবং ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছেন ।
ময়নাগুড়ি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে , ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একই ব্লকের যারা এলাকার এক যুবক কয়েকদিন আগে বাড়িতে নিয়ে যান । যেহেতু মেয়ে বিয়ের জন্য অপ্রাপ্তবয়স্ক ছিল তাই মেয়ের বাড়ির লোকজন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মেয়েকে ছেলের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসতে চাইলে ছেলের বাড়ি থেকে মেয়েকে ছেড়ে দেওয়া হয় না বলে অভিযোগ । পরে মেয়ের বাড়ির লোক বিষয়টি ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং চাইল্ড লাইনের অবগত করান । চাইল্ড লাইনের প্রতিনিধিরা শুক্রবার রাত্রে খবর পেয়ে শনিবার সকালে ময়নাগুড়ি পুলিশ প্রশাসনের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করে থানার হাতে তুলে দেন । পাশাপাশি সেই নাবালিকার সাবালক প্রেমিক কেউ আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ।