|
---|
দার্জিলিং: পুরভোটের আগে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ১০ দিনের কাজ ১০ মিনিটে করার পরিকল্পনা এবার জেলা তৃণমূলের।
রাজ্য নেতৃত্বের নির্দেশ বুথ স্তরের কর্মীদের কাছে পৌঁছতে সময় লেগে যায় প্রায় ১০ দিন । কার্যকর হতে তো আরও । প্রথমত রাজ্য নেতৃত্বের নির্দেশ এসে পৌঁছায় জেলা নেতৃত্বের কাছে , এরপর জেলা নেতৃত্বের কাছে থেকে ব্লক , ব্লক থেকে অঞ্চল , তার পর অঞ্চল থেকে বুথ। এভাবেই রাজ্য নেতৃত্ব এর নির্দেশ বুথ স্তরে পৌঁছতে সময় লেগে যেত প্রায় ১০ দিন ।
তাই এবার দার্জিলিং জেলা তৃণমূলের পরিকল্পনা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ১০ দিনের কাজ মাত্র ১০ মিনিটে সম্পন্ন করার ।
দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ জানিয়েছেন বিগত চার মাসে আমার কাজের অভিজ্ঞতা , রাজ্য স্তরের যে কোনো নির্দেশ বুথ স্তরের কর্মীদের কাছে পৌঁছতে সময় লেগে যাচ্ছে প্রায় ১০ দিন । এর ফলে রাজ্যের যে কোনো নির্দেশ কার্যকরী হওয়ার ক্ষেত্রে সময় লেগে যাচ্ছে অনেকটাই । তাই এবারে দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ এর পক্ষ থেকে নেওয়া হয়েছিল বুথে চলো কর্মসূচি ।
এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকদিন দুটি করে কর্মী সভা এবং পাশাপাশি প্রত্যেক বুথের বুথ প্রেসিডেন্ট, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট এবং বিএলএ এর নম্বর সংগ্রহ করে নিজের কাছে রাখার পাশাপাশি তাদের সকলকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার পরিকল্পনা ।
দার্জিলিং জেলা সমতলের মোট ১০০৩ টি বুথের , ১০ হাজার কর্মীর নাম ও ফোন নম্বা ইতিমধ্যে সংগ্রহ করা সম্পূর্ণ হয়েছে । এর পরেই তৈরি করা হবে ওয়ার্ড ও অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার মাধ্যমে রাজ্য থেকে আসা নির্দেশ ঝটপট পৌঁছে দেওয়া সম্ভব হবে বুথ লেভেলের কর্মীদের মধ্যে। ভোটের আগে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা সম্ভব হলে দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ জানিয়েছেন ভোটে জয়লাভ করতে হলে বড় বড় মিটিং মিছিলের পাশাপাশি অঞ্চল ও বুথ লেভেলের কর্মীদের মনোবল চাঙ্গা করা অতি আবশ্যক এবং আসন্ন পু পুরভোট জয়রসভা ভোটে তৃণমূল কে বিপুল ভোটে জয়ী করতে সেই লক্ষ্যে এগোচ্ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।
ভোটের লড়াইয়ে এবং ভোটের সময় কোন বুথে কি ঘটছে সেই সমস্ত কিছুই চটজলদি জানতে সুবিধা হবে জেলা নেতৃত্বের , বলে মনে করছেন জেলা নেত্রী পাপিয়া ঘোষ ।
এর পাশাপাশি ও আসন্ন পুরসভা ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে ইতিমধ্যে শুরু হয়েছে অঞ্চল সম্মেলন । এই অঞ্চল সম্মেলন চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত । পাশাপাশি ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে ৭ টি ব্লকের সম্মেলন। তারপর শহরাঞ্চল বাদে শুধু ২২ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি অঞ্চল নিয়ে হবে পঞ্চায়েতরাজ সম্মেলন ।