বড়দিনের ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দিল কলকাতা পুলিশ

কলকাতা: বড়দিনের ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দিল কলকাতা পুলিশ । বিকেল পাঁচটার থেকে বড়দিনে উৎসবে গা ভাসাতে পার্ক স্ট্রিটকে ‘ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট’ করে দিল পুলিশ। ক্রিসমাসের উৎসবে আলোর মালায় সেজে উঠেছে মাদার টেরিজা সরণি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছিল পার্ক স্ট্রিটে। যার জেরেই পথচলতি সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ভিড় সামলাতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    হাঁটা পথে পার্ক স্ট্রিট, অ্যালান পার্কে ঘুরে দেখার পাশাপাশি সেলফিতে মজেছেন উৎসাহীরা। যাতে কোনও অপ্রীতিকর অবস্থা এড়ানো যায় তার জেরেই জওহরলাল নেহেরু রোড থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তার একটি অংশে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এই অবস্থায় ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট। যার জেরে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট ধরে যারা পার্ক স্ট্রিটে এসে পড়বেন, তারা আর কোনওভাবেই পিছনের দিকে যেতে পারবেন না বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

    এমনিতেই পার্ক স্ট্রিট নিয়ে কলকাতা পুলিশের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ।  একদিকে, ভিড়কে বাধ্য করা কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো। পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।  বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম।  ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম।  ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর।  মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।