|
---|
কলকাতা: বড়দিনে আনন্দ চেটে-পুটে নিতে কলকাতার রাস্তায় উৎসাহী মানুষের ঢল। আনন্দের মাঝেই উদ্বেগ বাড়াল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন। শনিবারের বুলেটিন জানাচ্ছে, সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৪ জনের। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারানো ৪ জনের মধ্যে ৩ জনই কলকাতার। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৭ জন।
এমনিতেই রাজ্য সহ গোটা দেশজুড়ে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়্যান্ট। এর মাঝে কিছুটা স্বস্তির খবর দীর্ঘদিন পরে দৈনিক মৃত্যু এড়াল উঃ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৯৬জন সংক্রমিত হয়েছেন। আর পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত ১৬, ১জনের মৃত্যু। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫৩৬ জন। বড়দিনের আবহে রাজ্যে দৈনিক করোনা পরীক্ষা কিছুটা কমে নেমেছে ৩২ হাজার ৩৭৩ জনে। যার মধ্যে ৫৫২ জন করোনা পজিটিভ হওয়ায় এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।
এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩৬ জন। সেফ হাউসে রয়েছেন ১৫০ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৬৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ।
এদিকে, ওমিক্রন হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট।
- নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
- কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
- নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR।