|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশানুসারে সারা বাংলা জুড়ে তৃণমূল সরকারের বিগত 10 বছরের উন্নয়নকে সামনে রেখে গত 11 ডিসেম্বর হতে “বঙ্গধ্বনি যাত্রা ” বাংলার কোনায় কোনায় অনুষ্ঠিত হয়েছে রবিবার মালতিপুর বিধানসভার চাঁচল-2 ব্লকে বঙ্গধ্বনি যাত্রার শুভ সমাপ্তি ঘোষণা করা হলো ক্ষেমপুর এলাকায় একটি মহা মিছিলের মধ্য দিয়ে।
উক্ত বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিলের নেতৃত্ব দেন মালতিপুর বিধানসভার কো-অর্ডিনেটর তথা মালদা জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুর রহিম বক্সী। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁচল-2 ব্লক তৃণমূল সভাপতি হাবিবুর রহমান সহ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ সিনহা, চাঁচল-2 যুব তৃণমূল সভাপতি জয়দেব ঘোষ, সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে আজকের এই মহা মিছিলে সাঁওতালি মহিলা দ্বারা নৃত্য ছিল নজরকাড়ার মতো। আজকের এই মিছিলে শত শত তৃণমূল সমর্থকেরা পা মেলান এবং মিছিল শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহিম বক্সী নিজ বক্তব্যের মাধ্যমে মমতা ব্যানার্জীর উন্নয়নের মূল্যায়ন জনসমক্ষে তুলে ধরেন পাশাপাশি তিনি সভা শেষে এদিন প্রায় শতাধিক বিজেপি পরিবার আব্দুর রহিম বক্সী হাত ধরে তৃণমূল পতাকা তুলে দিয়ে তৃণমূল দলে যোগদান করান।