|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি আল মদিনা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারী আই হসপিটালের সহযোগিতায় মামুন ন্যাশানাল স্কুল বিল্ডিংয়ে ২১ বর্ষ চক্ষু ও ছানি বাছাই শিবির। ২৬৮জন শিবিরে চোখ পরীক্ষা করিয়েছে। ১১৮জনের ছানি অপারেশন হবে। ১২০ জনের বিনা খরচে ECGএবং সুগার পরীক্ষা করা হয়।বাশবেড়িয়া রোটারি আই হসপিটালে বিনা খরচে অপারেশন করা হবে। এই শিবির পরিদর্শনে আসেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, খাঁড়ো যুবক সংঘের সেখ সবুরউদ্দিন, প্রাক্তন সিপিএম কাউন্সিলার পীযূষ বিশ্বাস, সমাজসেবী আব্দুল আজিজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সভাপতি কাজী মহঃ ইয়াসিন জানান করোনা আবহে এবছর কতটা সাড়া পাওয়া যাবে আশঙ্কাই ছিলেন। কিন্তু দুপুর ১টা পর্যন্ত দুই শতাধিক মানুষ নাম নথিভুক্ত করেন এবং একশো জনের মত চক্ষু পরীক্ষা করা হয়েছে। আশা করছেন ১০০ থেকে ১২০ জনের ছানি অপারেশনের জন্য বাছাই করে পাওয়া যাবে। তাদের বাঁশবেড়িয়া রোটারী আই হসপিটালে নিয়ে গিয়ে বিনা ব্যয়ে ছানি অপারেশন করিয়ে দেওয়া হবে।