শহরের বিভিন্ন জাগায় পানীয় জলের পাইপে ফাটল থাকায় অপচয় হচ্ছে প্রচুর পরিমাণ জল

 

    নতুন গতি নিউজ ডেস্ক : শহরের বিভিন্ন জাগায় পানীয় জলের পাইপের মুখে কল লাগানো না থাকায় অনবরত জল পড়েই যাচ্ছে এই ছবিতো আমরা প্রায় দেখতে অভ্যস্থ। এবার আবার আমাদের ক্যামেরায় ধরা পড়লো নতুন কিছু ছবি। পৌরসভার বিশুদ্ধ পানীয় জলের পাইপে ফাটল। এর জেরে প্রচুর পরিমান বিশুদ্ধ পানীয় জল নষ্ট হচ্ছে। অথচ কারও কোনও রকম হেলদোল নেই। শহরের বেশ কিছু জায়গায় কলের মুখ থেকে জল পড়েই যাচ্ছে সঙ্গে আবার পাইপে ফাটল থাকায় অপচয় হচ্ছে প্রচুর পরিমাণ জল।
    সেখানেও জল অনবরত পড়ে যাচ্ছে।

    এটি কালিকাপুর বাস স্ট্যান্ড এর ঘটনা আনন্দপুর পুলিশ থানার কাছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় এক মাস হতে চললো এরকম ভাবে পাইপের ফাটল দিয়ে জল পড়া, কোথাও কোথাও অনেকদিন পুরনো হওয়ার জন্য কলের মুখ অকেজো হয়ে পড়েছে। কোথাও আবার কলের মুখ চুরি হয়ে যাচ্ছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন শহরবাসীরা। তাঁদের আশঙ্কা পুরসভার ভোট না হওয়া পর্যন্ত এমন সমস্যা বোধ হয় চলতেই থাকবে। শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই একই চিত্র। এক শ্রেণির নেশাগ্রস্থ যুবক নেশা করার জন্য টাকা না পেয়ে এইসব জিনিস চুরি করছে বলে অভিযোগ। কিন্তু কঠোর ভাবে প্রতিকার না করলে এভাবেই চলতে থাকবে। তারা ওষুধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে উদ্বেগ।