|
---|
সানওয়ার খান, কাকদ্বীপ : রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা কাকদ্বীপের হারু পয়েন্ট এর এক মৎস্যজীবির জালে ২০০ কেজি ওজনের শংকর মাছ উদ্ধার হলো। এই মাছ দেখার জন্য হারউড পয়েন্টের তিন নম্বর জেটিতে ভিড় জমায় মানুষ। জানা গেছে গতকাল রাতে মুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় মৎস্য জিবি, তখন জালে ওই ২০০ কেজি ওজনের শংকর মাছ ধরা পড়ে, ওই মাছ তুলতে মৎস্যজীবীদের প্রচন্ড হিমশিম খেতে হয়। পরে বারো জন মৎসজীবি মিলে মাছ টাকে ডাঙায় তোলা হয়। তারপর কাকদ্বীপ বাজারে নিয়ে আসা হয় সেখানে অপশানে ওই মাছ বিক্রি হয়েছে বলে জানা গেছে।