পদ্মাবতী এবার অ্যাসিড আক্রান্ত

বাসিরুল আহাম্মেদ,২৫শে মার্চ, কোলকাতাঃ পদ্মাবতী অভিনেত্রী দীপিকা পাডুকোন এবার নামলেন অ্যাসিড আক্রান্তের ভূমিকায়। বাস্তব জীবনে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের জীবন নিয়ে তৈরি সিনেমাতে অভিনয় করছেন তিনি। উল্লেখ্য মাত্র পনের বছর বয়সে ২০০৫ সালে অ্যাসিড আক্রান্ত হন লক্ষ্মী আগরওয়াল। জীবনের কঠিন পরিস্থিতিতে হার না মানা জেদ নিয়ে তিনি হয়ে ওঠেন অ্যাসিড আক্রমনের প্রতিবাদী মুখ। ২৭০০০ ব্যাক্তির সই সংগ্রহ করে তিনি সুপ্রিম কোর্টে যান অ্যাসিড আক্রমন প্রতিরোধের আবেদন নিয়ে। তার সেই চেষ্টায় সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট বাধ্য হয় অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রন করার আইন আনতে। লক্ষ্মী আগরওয়াল নিজে একটি ক্যাম্পেন চালু করেন “Stop Acid Attack” নামে। অ্যাসিড আক্রমনের প্রতিবাদী মুখ হয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি IWES তরফ থেকে International Women Empowerment Award দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এ ছাড়াও ২০১৪ সালে তৎকালীন আমেরিকার ফার্স্ট লেডি মিচেল ওবামা তাঁকে সম্মান জানান International Women of Courage পুরস্কারে ভূষিত করে।  এরকম একটি সংগ্রামী ও হার না মানার গল্প নিয়ে দীপিকা পাডুকোন করতে চলেছেন তাঁর সিনেমা ছপ্ক। স্বভাবতই এ রকম একটি চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় নিয়ে রীতিমত তাঁর উৎসাহ চোখে পড়ার মত। দীপিকা কত টা উত্তেজিত এই ভুমিকা পেয়ে তা তাঁর ইন্সটাগ্রাম থেকেই বোঝা যায়। তিনি সেখানে লেখেন “A character that will stay with me forever..#Malti”। উল্লেখ্য দীপিকা পাডুকোন মালতি ভূমিকায় অভিনয় করছেন এই সিনেমাতে।আগামী বছর ১০ই ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার খবরও তিনি আগে ভাগেই জানিয়ে রাখলেন তাঁর ইন্সটাগ্রামে।সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার সাথে কো প্রোডিউসার হিসেবে থাকছেন অভিনেত্রী নিজে ও ফক্স স্টার স্টুডিও।

    International Women of Courage পুরস্কারে ভূষিত করে।  এরকম একটি সংগ্রামী ও হার না মানার গল্প নিয়ে দীপিকা পাডুকোন করতে চলেছেন তাঁর সিনেমা ছপ্ক। স্বভাবতই এ রকম একটি চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় নিয়ে রীতিমত তাঁর উৎসাহ চোখে পড়ার মত। দীপিকা কত টা উত্তেজিত এই ভুমিকা পেয়ে তা তাঁর ইন্সটাগ্রাম থেকেই বোঝা যায়। তিনি সেখানে লেখেন “A character that will stay with me forever..#Malti”। উল্লেখ্য দীপিকা পাডুকোন মালতি ভূমিকায় অভিনয় করছেন এই সিনেমাতে।আগামী বছর ১০ই ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার খবরও তিনি আগে ভাগেই জানিয়ে রাখলেন তাঁর ইন্সটাগ্রামে।সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার সাথে কো প্রোডিউসার হিসেবে থাকছেন অভিনেত্রী নিজে ও ফক্স স্টার স্টুডিও।