কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে বুধবার, প্রকাশ করবেন মমতা

জাকির হোসেন সেখ, ২৬ মার্চ, নতুন গতি, কলকাতা: আগামীকাল ২৭ মার্চ বুধবার কলকাতার কালীঘাট থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে। কালীঘাটে সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের যে দলীয় কার্য্যালয় রয়েছে, সেখান থেকেই এবারের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে।

    তৃণমূল দল মনে করছে দেশে এবার অবশ্যই মোদী সরকারের পতন হবে। এবং গঠিত হবে নতুন জোট সরকার। আর কেন্দ্রের সেই সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস দল। আগামী কালের ইস্তেহারে এমনটাই বার্তা থাকবে বলেও সুত্র মারফত জানা যাচ্ছে।

    সুত্র মারফত একথাও জানা যাচ্ছে যে, রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে সারা দেশের মধ্যে বাংলা কীভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে নিয়েছে, ইস্তাহারে থাকবে সেই সাফল্যের কথাও। এছাড়া গত আটবছরে মা মাটি মানুষের সরকার কী কী উন্নয়ন করেছে, তার বিস্তারিত খতিয়ান‌ও তুলে ধরা হবে ইস্তেহারে।  সাথে সাথে ইস্তাহারে  একথাও তুলে ধরা হবে যে, কেন্দ্রের জোট সরকারে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করলে কিভাবে আরো তরান্বিত হবে উন্নয়ন এবং দেশের আমজনতা কিভাবে তার সুফল পাবে।

    ধারণা করা হচ্ছে যে, আগামীকালের নির্বাচনী ইস্তেহারে তৃণমূল কংগ্রেস একথাও বলতে পারে যে, দেশে এমন একটা সরকার তারা গড়তে চায়, যা হবে প্রকৃত অর্থে জনমুখী। সেই সরকার কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের লক্ষেও কাজ করবে। মানুষের জন্য মানুষের সরকার গড়ার আহ্বান থাকবে সেই ইস্তেহারে। ধর্মনিরপেক্ষ সরকার গড়ার বার্তা থাকবে সেই ইস্তেহারে। থাকবে পিছিয়ে পড়া সমাজের আর্থ সামাজিক উন্নয়নের বার্তাও। আর থাকবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা। সুত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।