শাহী-সভার আগে ধর্ণা-পাল্টা ধর্ণায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই ধর্মতলায়, কেন্দ্রের টাকা থেকে বঞ্চিতদের নিয়ে, বিজেপির ‘মেগা সভা’। সভায় যোগদান দিতে, কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শাহী-সভার আগেই রণক্ষেত্র হয়ে উঠলো বাংলা। উঠে এলো ধর্ণা-পাল্টা ধর্ণার রাজনীতি চিত্র। একদিকে বিধানসভায় বিজেপি বিধায়কদের ওয়াক আউট, আবার অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কালা দিবস পালন তৃণমূলের।

    মঙ্গলবার, রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু আলোচনার অনুমতি না দেওয়ায় স্পিকারের সামনেই অধিবেশনের মধ্যে বিজেপি বিধায়করা চোর স্লোগান দিতে থাকে। এরপরই ওয়াক আউট করেন তাঁরা। অন্যদিকে, শাহী-সভার দিন তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয় পরিষদীয় দলের তরফ থেকে। তৃণমূলের বক্তব্য, বাংলার মানুষদের ভুল বোঝাচ্ছে বিজেপি এবং তারই প্রতিবাদে পালন করা হবে কালা দিবস।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই বেজে গেছে ২০২৪এর লোকসভা নির্বাচনের দামামা এবং কলকাতার রাজপথে সভা দিয়ে প্রচারাভিযান শুরু করলো বিজেপি।