উত্তরকাশী কাণ্ডে বিজেপিকে একহাত তৃণমূল ও কংগ্রেসের

দেবজিৎ মুখার্জি: উত্তরকাশীর সুড়ঙ্গে ধস কাণ্ডে লাগলো রাজনীতির রঙ। নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপিকে একহাত নিলো বাংলার শাসকদল তৃণমূল ও দিল্লিতে গেরুয়া শিবিরের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, এই বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। পাশাপাশি বাংলার শাসকদল দাবি করেছে, নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের সুরক্ষার দিকে নজর দেয়নি গেরুয়া শিবির। অন্যদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে একটি ‘কটাক্ষ-কার্টুন’ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।

    একটি সংবাদপত্রের খবর শেয়ার করে এক্স হ্যান্ডেল থেকে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। বাংলার শাসকদল দাবি করেছে, “এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপিই। না সঠিকভাবে করা হয়েছিল পরিকল্পনা, না বৈজ্ঞানিক পদ্ধতিতে খোঁড়া হয়েছিল সুড়ঙ্গ। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের নূন্যতম সুরক্ষার ব্যবস্থা করেনি বিজেপি।

    অন্যদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে একটি ‘কটাক্ষ-কার্টুন’ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেস। সেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সুড়ঙ্গের সামনে। ক্যাপশানে দেওয়া, “ক্যামেরা লাগাও, যাতে সাহেবের (মোদির) ছবি ওঠে।” কংগ্রেস বোঝাতে চাইলো, আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে মাথার ঘাম পায়ে ফেলে চলেছে উদ্ধারকারীরা, কিন্তু এই সাফল্যকে নিজের করতে ঠিক সময়ে ক্যামেরার সামনে হাজির হন প্রধানমন্ত্রী।