আরো চাপে অনুব্রত! জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহারে করা হবে জেরা

দেবজিৎ মুখার্জি: যতো দিন যাচ্ছে, ততো চাপ বাড়ছে অনুব্রতর। এবার জিলেটিন স্টিক উদ্ধার মামলাতেও এনআইএ’র জেরার মুখে পড়তে হবে তাঁকে এবং তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে। মোট তিনটি চার্জশিট পেশ করা হয়েছে। দ্রুতই জেরা করা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

    প্রসঙ্গত, বীরভূমের মহম্মদবাজারে ৮১ ডিটোনেটর উদ্ধারের ঘটনায় ধৃতদের বয়ানের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা, অনুব্রতদের মদতেই জিলেটিন স্টিক মজুত করা হচ্ছিল জেলায়। এরপরই তিনটি চার্জশিট পেশ করা হয়। সায়গল হোসেনকে জেরা করার অনুমতি চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন এনআইএ এবং তা মঞ্জুর হয়। দ্রুত তাঁকে তিহাড় জেলে নিয়ে গিয়ে জেরা করা হবে এবং তারপর জেরা করা হবে অনুব্রতকে।