কথা দিয়ে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! বগটুইয়ে নিহতদের পরিবারের হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র

নতুন গতি নিউজ ডেস্ক: কাজের দ্বারা বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়ে কথা রাখলেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ভারচুয়ালি বগটুইয়ে নিহতদের পরিবারের (মোট ১০জন) হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র।

    তিনি বলেন “চাকরি দিয়ে বা আর্থিক সাহায্য করলে কখনও মানুষ ফিরে আসে না। কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে প্রত্যেককে এগিয়ে যেতে হয়।যাঁরা রয়েছেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ।” এরপরই জেলাশাসক-সহ জেলার আধিকারিকদের চাকরিপ্রাপকদের সাহায্যের নির্দেশ দেন।

    এদিন তিনি গর্জে উঠলেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তিনি বলেন “কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? আর এসব পাচারের উৎস অন্যত্র। কেন্দ্র সেই উৎস বন্ধে কোনও কাজ করছে না।”

    তিনি আরো বলেন “উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম থেকে গরু ও কয়লা পাচার হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই সবকিছুর উৎস তো অন্য জায়গায়। কেন কেন্দ্র পাচারের উৎস বন্ধ করতে সক্রিয় নয়? লকডাউনের সময় থেকেই বর্ডার এলাকায় ট্রাক চলাচল নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা হয়নি।”