|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার নবান্নে দেউচা পাচামির ইচ্ছুক ৬ জমিদাতার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন ”দেউচা পাঁচামিতে কাউকে বঞ্চিত করা হবে না। জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রতি পরিবারের একজন করে চাকরি পাবেন।”
তিনি আরো জানান “দেউচা পাঁচামির জন্য মোট ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। যার মধ্যে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মোট ৪ হাজার ৩০০ জমির মালিক রয়েছেন ওই এলাকায়। তার মধ্যে এক হাজার জমিদাতা ইতিমধ্যেই রাজ্যকে জমি দিয়ে রাজি হয়েছেন। বাংলায় শিল্পই আমাদের লক্ষ্য। এক লাখ চাকরি হবে দেউচা পাঁচামিতে। কিন্তু, তার জন্য কেউ বঞ্চিত হবে না।”