|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্বভারতীতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। বিশ্ববিদ্যালয় খোলা থাকা সত্ত্বেও, বন্ধ রাখা হয়েছে স্রেফ হোস্টেল আর তাতে চরম সমস্যায় পড়েছেন পড়য়ারা। এই ঘিরেই আজকের বিক্ষোভ। এদিন একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলে যায় পড়ুয়ারা আর তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বুধবার শান্তিনিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ের বলাকা গেটে জমায়েত করে পড়ুয়ারা। কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা।
পড়ুয়াদের বক্তব্য বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। চিঠি দেওয়া হয়েছে। তারপরও খোলেনি হোস্টেল।