মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজনগরে ভার্চুয়ালি যোগ দিয়ে পাট্টা বিতরণ করলেন BDO ও BLRO সহ অন্যান্যরা

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজনগরে ভার্চুয়ালি যোগ দিয়ে পাট্টা বিতরণ করলেন BDO ও BLRO সহ অন্যান্যরা।
    দক্ষিণ ২৪ পরগনায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন। রাজনগর ব্লক অফিস চত্বর থেকে ভার্চুয়ালি সেই সভায় যোগ দেন রাজনগরের BDO , BLRO, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত-কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সভা মঞ্চ থেকে অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরের চারটি স্থানের কমিউনিটি হলের এবং একটি রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেন।

    মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের পর রাজনগরে ৩০ জন উপভোক্তাকে জমির পাট্টা বিতরণের কথা ঘোষণা করা হয় এবং এর মধ্যে বেশ কয়েকজনের হাতে পাট্টা তুলে দেন রাজনগরের BDO শুভাশিস চক্রবর্তী, BLRO বিদ্যুত কুমার নন্দী, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দনা রায়, রেভিনিউ অফিসার সগেন মাড্ডি, হেড ক্লার্ক তাপস সাহা, সমাজসেবী রানা প্রতাপ রায়, মোঃ শরীফ, চিত্রলেখা রায়, উপপ্রধান সেখ সেলিম, সহ অন্যান্যরা।