|
---|
সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ন্যাজাট ভাবনা গত দশই মার্চ সুন্দরবনের ন্যাজাটে নারী স্বাধীনতা উপর একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট চারজন নারীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত নারীরা হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রূপা ব্যানার্জি, আই.সি.ডি.এস. কর্মী পম্পা সরকার, কোন ব্যক্তিগত গৃহ শিক্ষক ছাড়াই ৯০ শতাংশের বেশি নম্বর প্রাপক রীতশ্রী ঘোষাল ও এবছরের বাংলা মহিলা ফুটবল এবং তীরন্দাজি দলের সদস্যা কুহেলি সরদার। আলোচনা সভায় নারী স্বাধীনতা বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট নাট্যনির্দেশক ও অভিনেতা অভিজিৎ সরকার, সমরেশ বসু এবং বসিরহাট নাট্য সমন্বয় কমিটির সম্পাদক সুদীপ্ত ব্যানার্জি। এঁরা প্রত্যেকেই নারী স্বাধীনতা মানে ইচ্ছেমতো কাজকর্ম নয় বরং শৃঙ্খলার মধ্যে দিয়ে নারীর মানোন্নয়নের উপরে জোর দেন। সংগঠনের সম্পাদিকা মৌমিতা বর সাহা বলেন, পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং তাঁদের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ দূর করে সুস্থ সমাজ তৈরীর লক্ষ্যে নারীর ভূমিকা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। নাট্যব্যক্তিত্ব রূপা ব্যানার্জি কাজী নজরুল ইসলামের ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ উদ্ধৃতি উল্লেখ করে আলোচনা করতে গিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নয়, সমন্বয়ের উপরে জোর দেন। আলোচনা সভায় প্রায় ৮০ জন, যাদের বেশিরভাগই নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত চক্রবর্তী, শ্রীপদ বর, কবিশংকর মৃধা, পৌলমী চক্রবর্তী প্রমুখ। প্রসঙ্গত এবছর ‘ন্যাজাট ভাবনা’র বার্ষিক নাট্যমেলার রজতজয়ন্তী বর্ষ চলছে।