বর্ধমান সাহিত্য সম্ভার এর মিলন উৎসব

আলিফ ইসলাম:মেমারি : ১০ মার্চ,পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বর্ধমান সাহিত্য সম্ভার এর উদ্যোগে অষ্টম বর্ষ বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হয় বর্ধমান জেলা গ্ৰন্থাগারের হলঘরে। ১০ মার্চ দুপুর ৩-০০ টা থেকে শুরু হ‌ওয়া এই মনোজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা হয় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সংস্থার সভাপতি লক্ষণ দাস ঠাকুরা, সম্পাদক অশোক বর্মন এবং সন্মানীয় অতিথিবৃন্দ আবু মনিরুদ্দিন চৌধুরী, কাশীনাথ গাঙ্গুলী, রবীন্দ্রনাথ নন্দী, ললিত কোনার এবং সুজিত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় সত্তর জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত কবি কুমুদ বন্ধু নাথ কে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সুষমা মিত্র, নমিতা রাউত, দীপেন্দ্রনাথ শীল, নারায়ণ চন্দ্র পাল, তাপস কুমার পাল, দেবাশিস মোহান্তি, তাপস ভূষণ সেনগুপ্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য, কল্পনা রায়, অদিতি মুখার্জী, সবিতা চ্যাটার্জী, সবিতা গোস্বামী, শৈবাল মুখার্জী, চিরঞ্জীব ঘোষ, সেখ মহম্মদ ইউনুস, অহংজিৎ বসু, সুফি রফিক উল ইসলাম, রমাকান্ত পাঁজা, চৈত্র কুমার প্রামানিক, শিবরাম মজুমদার, সৌম্য পাল,ক্ষেত্রনাথ দে, সুনন্দা মালাকার, শুক্লা চক্রবর্তী, মন্দিরা মুখার্জী, দীপা কুমার, মুক্তা রায়,শিখা সরকার,চন্দনা সরকার, বরুণ মজুমদার, এহসান সনম, সেখ হাফিজুর রহমান, হারুন অর রশিদ, শুভাশিস মিত্র, দুলাল দাস, কমলেন্দু পাল, গুরুপদ সাঁতরা, বিমলেন্দু দত্ত,সুকুমার মালিক প্রমুখ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন সায়ন্তী হাজরা।