|
---|
আসাদ আলী,নতুন গতি : হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গল এর ৬৯ তম বাৎসরিক চিকিৎসক সম্মেলনে অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টর ফোরামের চেয়ারপারসন ডাক্তার কে এ মোহিত এলেন হোমিওপ্যাথি জগতের আলোর পাখি হয়ে, তিনি ফার্মাকোলজি ও ফার্মাকোলজি ভিজিলেন্সের সম্পর্কে বলতে গিয়ে সতর্কতা, সচেতনতা ও সম্ভাবনার যে আলোর পথের সন্ধান দিয়ে গেলেন এবং জানিয়ে গেলেন একজন চিকিৎসকের সময়ের সাথে সাথে নিজেকে সব সময় আপডেট করে নেওয়া ভীষণই প্রয়োজন। গত ১০/৩/২৪ তারিখ রবিবার হাওড়ার ব্যাঁটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় এর বিদ্যাসাগর অডিটোরিয়ামে সকাল দশটায় হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গলের ৬৯ তম বাৎসরিক চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয় । পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন ক্লাব সভাপতি ডক্টর বিশ্বনাথ সি মহাশয়, প্রদীপ প্রজ্জ্বলন করেন এন আই এইচ এর প্রাক্তন ডিরেক্টর ডাক্তার অভিজিৎ চ্যাটার্জী মহাশয় ,উদ্বোধনী ভাষণ দেন ক্লাব সম্পাদক ডাক্তার দেবীপ্রসাদ পাল মহাশয়। দুটি বিজ্ঞানসভার বিষয় ছিল থাইরয়েড চিকিৎসা ও হেরিং ল অফ কিওর। বিজ্ঞান সভায় বক্তব্য রাখেন ডাক্তার সৈকত মান্না, ডাক্তার মনি শংকর নাগ, ডাক্তার মনি ভূষণ বাসু, ডাক্তার শুভাশিস গাঙ্গুলী, ডাক্তার সুশোভন ঘোষ মন্ডল প্রমূখ। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ডাক্তার জহর পাল, ডাক্তার কে এ মোহিত, ডাক্তার মনোরঞ্জন দেয়াশি, ডাক্তার কিরণময় ঘোষ প্রমুখ। ছিল হোমিওপ্যাথি বিষয়ের উপরে কুইজের ব্যবস্থা, যেখানে চিকিৎসক ও হোমিওপ্যাথি ছাত্র-ছাত্রীগণ অংশ নেন। বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার নিমাই কোলে, ডাক্তার মলয় হাওলাদার, ডাক্তার অমিত কুমার দত্ত, ডাক্তার দেবাঞ্জন শাসমল, ডাক্তার দীপান্বিতা পাল, ডাক্তার সেখ আসাদ আলী, ডাক্তার আশিস কুমার রায়, ডাক্তার কৌশিক চ্যাটার্জী প্রমূখ। সমগ্ৰ অনুষ্ঠান টি পরিচালনা করেন ডাঃ অমিত দত্ত ও ডাঃ মলয় কুমার দাস।