|
---|
পূর্ব মেদিনীপুর: ভর্তি ক্লাসরুমে এক ছাত্রীর জোর করে ওড়না খুলে নেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে। এই ঘটনার কথা ছাত্রী বাড়ি গিয়ে জানাতে সেখানে জনরোষ তৈরি হয়েছে।
জানা যায় বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত শিক্ষক সন্দীপ পড়িয়াল বলে অভিযোগ। কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সবার সামনে এভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তারপর ওড়না খুলে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেছে ওই শিক্ষক বলে পুলিশের কাছে বয়ান দিয়েছে ছাত্রীটি।
ঘটনাটি ছাত্রী বাড়ি গিয়ে জানাতে তার পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিপুল পরিমাণ জনগণ গোটা স্কুলকে ঘিরে ফেলেন। ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক স্কুলের ভিতর থেকে মাইকে সবার কাছে ক্ষমা চাইলেও জনরোষ শান্ত করা যাচ্ছে না।