|
---|
নিজস্ব সংবাদদাতা, তমলুক, পূর্ব মেদিনীপুর : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হবার পর থেকে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে কারণে বিভিন্ন ক্লাব ও সংগঠন আয়োজিত রক্তদান শিবির বাতিল হয়েছে।এই কারণ আরো অন্যান্য অনেক ব্লাড ব্যাংকের মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা ব্লাড সেন্টার রক্তের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে তমলুক ব্লাড সেন্টার কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ২৪ ঘন্টারও কম সময়ের নোটিশে তমলুক ব্লাড সেন্টারের অভ্যন্তরে ইন হাউস রক্ত দান শিবির করে,রক্তের সংকট কিছুটা হলেও মেটানোর চেষ্টা করলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
বেশ কয়েকজন মহিলা সহ মোট ২২ জন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে ও শিবিরটি সুচারুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া, সংগঠনের রক্তদান আন্দোলনের অন্যতম কান্ডারী সৌমেন গায়েন, কোষাধ্যক্ষ শুভ্রজ্যোতি মুখার্জি, সদস্য অরুণ সাউ প্রমুখ।
উল্লেখ্য কিছুদিন আগেই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সময় জরুরি প্রয়োজনে পাঁশকুড়া ব্লাড ব্যাংকে কুইজ কেন্দ্রের উদ্যোগে ইন হাউস রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল।
এছাড়াও কোভিড পরিস্থিতিতে রক্ত সংকটের সময় অবিভক্ত মেদিনীপুরের তিন জেলায় বিভিন্ন ব্লাড ব্যাংকে ইন হাউস রক্তদান শিবির আয়োজন করে ব্লাড ব্যাংক গুলিতে ২০০ ইউনিটের বেশি রক্ত জমা করেছিল মেদিনীপুর কুইজ কেন্দ্র।