|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে শনিবার ও রবিবার এই দু’দিনব্যাপী সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত হলো। বিষয় ছিল ” আন্ডারস্যান্ড ম্যাথামেটিক্স বাই পেপার ফোল্ডিং এন্ড এনজয় ফান” । জাতীয় বিজ্ঞান দিবসকে(২২ শে ডিসেম্বর)এই সায়েন্স ক্যাম্পের আয়োজন করা হয়।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স এন্ড টেকনোলজির সহযোগিতায়,সায়েন্স সেন্টার ,পশ্চিম মেদিনীপুরের ব্যবস্থাপনায় ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে পার্শ্ববর্তী এলাকার দশটি স্কুলকে নিয়ে এই সায়েন্স ক্যাম্পের আয়োজন করা হয় ।
অংশগ্রহণকারী স্কুলগুলি হল ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ, গোয়ালডিহি হাই স্কুল, সাতপাটি বীনাপানি হাই স্কুল ,গোদাপিয়াশাল এমজিএম হাই স্কুল, নান্দাড়িয়া এস এস বিদ্যাপীঠ , ধান্যশোল জে এস এম বিদ্যালয় আনন্দপুর গার্লস হাই স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল।প্রতিটি স্কুল থেকে অষ্টম শ্রেণীর আট জন ছাত্র-ছাত্রী এবং একজন গাইড টিচার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে যেখানে ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রানেশ হে’ রবীন্দ্র সংগীত দিয়ে ।শ্রীনিবাস রামানুজন এর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই।উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক সুভাষ চন্দ্র সামন্ত ,পদার্থ বিভাগের বর্তমান অধ্যাপক ডঃ মাখনলাল নন্দ গোস্বামী, সাযেন্স সেন্টারের সভাপতি এবং মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, মেদিনীপুর কলেজের গণিত বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর মন্ডল সম্পাদক সুচাঁদ পান, প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী,সহ প্রধান শিক্ষক ড.সুরজিৎ ঘোষাল এবং অন্যান্য বিশিষ্ট জনেরা ।
১০ জন রিসোর্স পার্সন সমগ্র ক্যাম্পটি পরিচালনা করেন এবং ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে শিখিয়ে দেন । যাঁরা এই ক্যাম্পে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা হলেন ড.রঞ্জন মৈশাল, প্রদীপ কুমার মোহান্তি, তারক নাথ সাহু, সিদ্ধার্থ শংকর পন্ডিত, সবিতা মান্না ,প্রলয় কান্তি সাঁতরা , সুকুমার বেরা, ড. সুমনা ভদ্র,অনুপম রায়, আনন্দকুমার দাস ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত কুমার দে এবং গুরুপদ রায়।এই ক্যাম্পের মাধ্যমে গণিতকে ভালোবাসা, বিজ্ঞানকে ভালোবাসা এবং তাদের কাজে লাগিয়ে কিভাবে সুন্দর মডেল তৈরি করা যায় তা ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী র কথায়,আমাদের এই গ্রামাঞ্চলে খুব স্বাভাবিকভাবেই গণিত এবং বিজ্ঞানের প্রতি অনেক ছাত্র ছাত্রীর অনীহা তাদেরকে পেছনের সারিতে ঠেলে দেয় ।এইরকম সায়েন্স ক্যাম্পের মাধ্যমে তাদের একদিকে যেমন গণিত বা বিজ্ঞান প্রতি ভীতি দূর হয় ঠিক তেমনি বিজ্ঞান এবং গণিতের প্রতি ছাত্রদের আগ্রহ ভীষণভাবে বাড়ানো যায়। আগামী দিনে বারে বারে এ ধরনের সায়েন্স ক্যাম্প আয়োজন করে ব্যাপকভাবে গণিত এবং বিজ্ঞান শিক্ষার প্রসার লাভ ঘটানোর ক্ষেত্রে বিগত দিনের মতো সায়েন্স সেন্টার ধারাবাহিক ভাবে কাজ করুক। তাঁদের সদর্থক ভূমিকার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। এগিয়ে চলুক এই প্রচেষ্টা ,এগিয়ে চলুক বিজ্ঞানের জয়যাত্রা”। সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতা করেন গণিত বিভাগের শিক্ষক স্বপন মন্ডল ও শিক্ষিকা কৃষ্ণা রঞ্জিত সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।