|
---|
দিঘা: সৈকত নগরী দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিয়োগ করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহিলা স্কোয়াড চালু করলো। মঙ্গলবার সকালে কাঁথিতে জেলা পুলিশ সুপার অমরনাথ কে মহিলা স্কোয়াড শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও পটাশপুরে বিধায়ক উত্তম বারিক , কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরে রাজ্যের সব জেলাতে তৈরি হয়েছে মহিলাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্যই মহিলা পুলিশের স্কোয়াড। গত একমাস বেশি সময় ধরে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী তৈরি করা হয়েছে। মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্যই অতিরিক্ত ১০ টি গাড়ি মোতায়েন করা থাকছে। শুধুমাত্র সৈকত নগরী দিঘাতে থাকছে অতিরিক্ত আরও ৫ টি গাড়ি। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে। পর্যটক থেকে সাধারণ মহিলারা কোন সমস্যায় পড়লেই হেলপ্লাইন নম্বরে ফোন করলে ১০ মিনিটের মধ্যে কাছে পৌঁছে যাবে মহিলা পুলিশ। অপর একটি টিম থাকলে কাঁথি পুরসভা জন্য। কাঁথি পুরসভার ক্ষেত্রে ৫ মিনিটের মধ্যে কোন মহিলা সমস্যায় পড়লে পরিষেবা পাবেন। গাড়ি ছাড়াও স্কুটিতে করে মহিলা পুলিশ কর্মীরা বাসিন্দাদের পরিষেবা দেবেন। পুলিশের এই উদ্যোগকে খুশি দিঘা পর্যটক থেকে কাঁথিবাসী।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন ” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে মহিলার স্কোয়াড চালু হলো। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম কাছে থেকে এই পরিষেবা চালু হল। ১০ টি গাড়ি চালু থাকবে। কাঁথি পুরসভার জন্য থাকলে ৫ টি গাড়ি ও সৈকত নগরীর দিঘা জন্য থাকবে আরও ৫ টি গাড়ি। তমলুক ও হলদিয়া এক মাসের মধ্যে পরিষেবা চালু হবে। বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে “।