তপতী পাবলিশার্সে মানবিক মুখ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:আবারও মানবিক মুখ নিয়ে সমস্যায় থাকা ছাত্রের পাশে দাঁড়াতে এগিয়ে এলো রাজ্যের অন্যতম প্রকাশনা সংস্থা তপতী পাবলিশার্স।মেদিনীপুর শহরের বাসিন্দা গৃহবধূ মিঠু পন্ডা’র স্বামী কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। উনার একমাত্র পুত্র মনোতোষ মেদিনীপুর শহরের উপকণ্ঠে যমুনাবালী এলাকায় অবস্থিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সারদা বিদ্যামন্দির(উ: মা:)-এর সপ্তণ শ্রেনীর মেধাবী ছাত্র। পিতা প্রয়াত হওয়ার পরে মনোতোষের পড়াশোনা একপ্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই খবর তপতী পাবলিশার্স এর কর্ণাধার রিংকু চক্রবর্তী কাছে পৌঁছালে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার তপতী পাবলিশার্স এর পক্ষ থেকে মনোতোষ পণ্ডার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করা হয় এবং স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদকের উপস্থিতিতে মনোতোষ -এর মায়ের হাতে স্কুলের একমাসের বেতন ও টিউশন খরচ তুলে দেওয়া হয়।আগামী দিনে টাকা অনলাইনে দেওয়া হবে । তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মিঠুদেবী রিংকু চক্রবর্তীকে ধন্যবাদ জানান।