স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ শিবির

শেখ আরেফুল, নতুন গতি, পূর্ব মেদিনীপুর: ধর্মপুর সমাজ কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় এলাকাবাসী তিন চার টি গ্ৰামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শতাধিক নারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্নাতকোত্তর সমাজ কর্ম বিশেষজ্ঞ মাননীয় ছবিলাল পাল মহোদয়।

     

    দীর্ঘ তিন ঘণ্টা ঐকান্তিক প্রানবন্ত মনোমুগ্ধকর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্পাদক সুদাম আদক মহোদয়দের উদ্যোগ এ বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। সহযোগিতা করেছেন সমাজ কর্মী অমিত প্রামানিক, রঞ্জিত দাস। সমগ্র অনুষ্ঠান এর সঞ্চালনায় ছিলেন শ্রীমতী শম্পা প্রামাণিক।