|
---|
দিনাজপুর: ইসলামপুর শহর যেন হীরক রাজার দেশে। শহরে পুরোবোর্ড থাকেলও কেউ কোনো আইন মানে না। 15 নম্বর ওয়ার্ডের মূল রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করা আছে। একাধিক ওয়ার্ডের রাস্তাগুলোতে নির্মাণসামগ্রী স্তূপের আকারে জমেছে। এই ব্যাপারে পুরসভাকে জানানো হলেও কোন কাজের কাজ হয়নি।
কিছুদিন আগে এক উচ্চ মাধ্যমিক ছাত্রর নির্মাণসামগ্রীর আঘাতে পাঁজরে আঘাত পায়। এই ঘটনার কথা পুরসভাকে জানানো হলে আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া কথা। ব্যাস এই পর্যন্তই এর পর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমজনতা এই বিষয়ে আপত্তি জানালে ত্রাণ সামগ্রীর মালিকদের বক্তব্য পুরসভার যখন মাথা ব্যাথা নেই তখন আপনাদের কি অসুবিধা, হীরক রাজার দেশে পরিণত হয়েছে ইসলামপুর।