চিতাবাঘের চামড়া ও নখ সহ তিন জনকে গ্রেপ্তার এসএসবি এবং শিলিগুড়ি মহকুমা ঘোষপুকুর বনদপ্তরের

শিলিগুড়ি: চিতাবাঘের চামড়া ও নখ সহ তিন জনকে গ্রেপ্তার করল এসএসবি এবং শিলিগুড়ি মহকুমা ঘোষপুকুর বনদপ্তর। এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর বনদপ্তর এই যৌথ অভিযান চালায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুর খাড়িবাড়ি রোডে একটি বাইক আটক করে এসএসবি এবং ঘোষপুকুর বনদপ্তর।

    তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার করে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও একজনের নাম। তাকেও গ্রেপ্তার করা হয়।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে তারা। এরপরে তারা সকলেই এই বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চামড়া ও নখ ছাড়িয়ে সেগুলি গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল।

    ধৃত তিন জনকে ফাঁসিদেওয়া পুলিশের হাত তুলে দেওয়া হয়েছে। আজ তাদেরকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।জানা গেছে তারা বহুদিন থেকেই এই চোরা কারবারের সাথে যুক্ত ছিলো।এবং তাদের সাথে আন্তর্জাতিক চোরাকারবারিদের যোগাযোগ আছে বলে খবর পাওয়া গেছে।এই চামড়া এবং নখ বিদেশে পাচার করত তারা এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করত।