|
---|
নিজস্ব প্রতিবেদক:-ভোরাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। আগুন লাগল ফ্রি স্কুল স্ট্রিটের (Free School Street) একটি গেস্ট হাউসে। তাতে ভস্মীভূত হয়ে গেল ওই গেস্ট হাউসের (Kolkata Guest House Fire) ১১টি ঘর। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল আধিকারিকদের। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে Kolkata News)। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় গেস্ট হাউসে লোকজন ছিলেন। আগুন লাগার বিষয়টি জানতে পেরে প্রায় এক কাপড়েই নীচে নেমে আসেন সকলে।