|
---|
নতুন গতি প্রতিবেদক : গত বুধবার রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পরিষদ গঠিত হল। একই সঙ্গে তাঁদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ গুলির দায়িত্ব তুলে দেওয়া হয়। পৌরসভার তরফে জানা গিয়েছে, সদ্য নির্বাচিত চেয়ারম্যান ডাঃ পল্লব দাস নিজে বিল্ডিং প্ল্যান এবং নিকাশি বিভাগের দায়িত্ব সামলাবেন। বিশ্বজিৎ দে দেখবেন মিড ডে মিল, বিপর্যয় মোকাবিলা, বাজার ও রেশন বণ্টন বিভাগ। নজরুল আলি মণ্ডল পূর্ত, পরিবহণ ও পানীয় জল সরবরাহ বিভাগের দায়িত্বে আছেন। এছাড়াও রঞ্জিত মণ্ডল স্বাস্থ্য ও জঞ্জাল অপসারণ বিভাগ সামলাবেন আর শিবানী ঘোষ বিদ্যুৎ বিভাগ। আর সোনালি রায় চেয়ারম্যান পরিষদ।