|
---|
শিলিগুড়ি: সম্প্রতি উত্তরবঙ্গ এর লোকালয় গুলিতে মাঝে মাঝে দেখা যাচ্ছে চিতাবাঘ চলে আসছে। এই সমস্যাটি বর্তমানে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তবে শিলিগুড়ির অদূরে ফাঁসি দেওয়ার ঘোষপুকুরে ব্যতিক্রমী ঘটনা। চিতা বাঘ শিকার করে মাংস রান্না করে খেলো একদল যুবক। তারপর তারা চিতা বাঘের ছাল নেপালে পাচারের চেষ্টা করে, তবে এসএসবির গোয়েন্দা বিভাগের দক্ষতা ধরা পড়লো দুই যুবক।
সংশ্লিষ্ট এলাকার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি চিতা বাঘ শিকার করে আশে পাশে দাঁড়িয়ে আছে একদল যুবক। এই ছবিটি দেখার পর নড়েচড়ে বসে এসএসবি গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যে তদন্ত চালিয়ে জানতে পারে ঘোষপুকুর এলাকায় চিতাবাঘ শিকার করে তার মাংস রান্না করে খেয়েছে। এছাড়া ওই যুবকের দল চিতা বাঘের ছাল নেপালে পাচারের করে চেষ্টা করছে। এসএসবি গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ঘোষপুকুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। আজ অর্থাৎ শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। উদ্ধার করা হয়েছে চিতা বাঘের ছাল।