জলভাসি পাঁশকুড়ায় ত্রাণকাজে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, পাঁশকুড়া: টানা কয়েকদিনের প্রবল বর্ষণে গোটা দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। পূর্ব মেদিনীপুরের সবং, পটাশপুর, পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সবজি, ধান , ঘরবাড়ী জলের তলায়। এমন কষ্টের কথা জেনে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পাঁশকুড়াস্থিত সদস্য আলোক মাইতি তাঁর স্থানীয় বন্ধু, ছাত্রদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। বিপন্ন পরিবারের তালিকা তৈরি, শুকনো খাবারের প্রস্তাব রাখেন স্থানীয় মানুষ জন ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে।


    পরিকল্পনা অনুযায়ী পাঁশকুড়া ২ ব্লকের নরভেদিপুর, উদয়পুর , জগদীশপুর এলাকার ৬৭ টি পরিবারের হাতে মুড়ি,আলু, পিঁয়াজ, বিস্কুট,সয়াবিন,সরষের তেল, চানাচুর, সাবান প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়।

    কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ড. মৌসম মজুমদার, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি স্নেহাশিস চৌধুরী, আলোক মাইতি, দুর্গাপদ মাসান্ত, নরসিংহ দাস, সৌমেন গায়েন, গৌতম নন্দ প্রমুখ। স্থানীয় শিক্ষক মনোরঞ্জন মান্না ও স্থানীয় ব্যাবসায়ী রূপেশ সামন্ত , এলাকার যুবক মুকুল প্রসাদ পাল, শোভন সিংহ রায় সহ শিক্ষক আলোক মাইতির একঝাঁক তরুণ শিক্ষার্থী এ কাজে প্রভূত সাহায্য করেন।


    কুইজ কেন্দ্রের পক্ষে সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী বলেন যে, “ইতিমধ্যে ইয়াস ঝড়ে আমরা মানুষের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করেছি।
    শুভাকাঙ্খীদের সাহায্যে এমন কাজ আগামী দিনেও জারি থাকবে।” কর্মসূচি ঘিরে এলাকার মানুষ বেশ খুশি।