|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পেট্রোল, ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আজ সকাল দশটা থেকে গড়িয়া মহামায়তালা পেট্রোল পাম্পের উল্টোদিকে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফেরদৌসী বেগম এবং সাংগঠনিক প্রধান নজর আলী মন্ডল এর উদ্যোগে করণা সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিধায়ক ফিরদৌসী বেগম বলেন সাধারণ মানুষের কথা ভেবে এই আন্দোলন, যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দাম না কমাচ্ছে ততদিন পর্যন্ত ধাপে ধাপে এই আন্দোলন এবং বিক্ষোভ-সমাবেশ চলবে।
বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে ও প্রতিবাদে সরব হন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব গন।