নজর পঞ্চায়েত নির্বাচন, আপের পোস্টারে ছয়লাপ দাসপুর, সদস্য গ্রহণ করার আহ্বান

মেদিনীপুর: এবার আম আদমি পার্টির পোস্টার পড়লো পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান কেজরিওয়ালের দলের। দিল্লি, পাঞ্জাব দখলের পর, এ বার আম আদমি পার্টির নজরে ২০২৩-এ বাংলার পঞ্চায়েত ভোট । জানা গেছে, দাসপুর ২ নং ব্লকের গৌরা, জোতঘনশ্যাম, গোপীগঞ্জ সহ বিভিন্ন এলাকার দোকান, রাস্তার ধার, মোড় জুড়ে পোস্টারে ছয়লাপ আম আদমি পার্টির। পোস্টারে লেখা রয়েছে ‘নোংরা রাজনীতিকে করতে সাফ বাংলায় আসছে এবার আপ’ ও মিসড কল দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় আম আদমি পার্টিতে যোগদানের জন্য এক নম্বরও দেওয়া রয়েছে পোস্টারে।

    ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রচার ,আন্দোলন করবে। তারা প্রচারের অঙ্গ হিসাবে পোস্টারিং করবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, যারা পোস্টারিং করছে তারা হতাশা থেকে এই সব করছে। তারা বিজেপি , সিপিএম সবার কাছে ধাক্কা খেয়ে এখন আপের কাছে গেছে। যে ঝাড়ু দিয়ে তারা আপকে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চায়েত, লোকসভা নির্বাচনে সেই ঝাড়ু খেয়েই বিদায় নেবে। ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলাতেও পঞ্চায়েত, লোকসভা নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস বলে তাঁর আশা।