|
---|
নতুন গতি ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবছরও ডি এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সাড়ম্বরপূর্ণ ভাবে পালিত হলো ইফতার মাজলিশ। অসংখ্য হবু চিকিৎসক ছাত্র-ছাত্রী সহ বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেজে উঠেছিল কলেজ প্রাঙ্গণ। উক্ত মাজলিশে উপস্থিত ছিলেন , পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও প্রতিরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, বজবজ বিধানসভার বিধায়ক অশোক কুমার দেব । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বৌদ্ধ ধর্মের ধর্মগুরু ডঃ অরুনজ্যোতি ভিক্ষু, এহেতাসামামুল হক ও মুক্তার আলী । এদিনের ইফতার কমিটি ও ছাত্রসাংসদের যৌথ প্রচেষ্টায় অসংখ্য অবিস্মরণীয় মূহূর্তের সাক্ষী থাকল কলেজটি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ শ্যামল কুমার মুখার্জি তুলে ধরেন রোজার গুরুত্ব ও মাহাত্ম্যের মধ্যে রয়েছে ত্যাগ ও অনুশীলন যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুব দরকার । অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ । সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ছাত্র সাংসদের সাধারণ সম্পাদক ত্বহা ইয়াশিন ।