|
---|
দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ফের রহস্য মৃত্যু এক বিজেপি কর্মীর। মেদিনীপুরের খেজুরির বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মী বছর বাইশের দেবাশিস মান্না, খেজুরি থানার বালিচক গ্রামের বাসিন্দা ও কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মী। তার বাবা মুক্তিপদ মান্না এক সক্রিয় বিজেপি নেতা। পুলিশের দাবি, কলকাতা থেকে কাজ ছেড়ে আসার জন্য ছেলেকে বকাবকির জেরেই আত্মঘাতী হয়েছেন।
এই ঘটনায় তৃণমূলকে দোষারোপ করেছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শাসকদল।