|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা, কুলতলিঃ দুই স্থানে বজ্রাঘাতে মৃত্যু হয় দুইজনের ও আহত দুই । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার গোদাবর ও বারো নাম্বার গ্রামে। মৃতদের নাম অর্ধেন্দু হালদার(২৪) ও বিউটি মণ্ডল(১৩) আহত উজ্জ্বল হালদার (২২) ও সনৎ সাফুই। জয়নগর রুরাল হাসপাতালে দেখতে যান কুলতলি বিধান সভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল ।
গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র নাথ অধিকারী, বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদারের উপস্থিতিতে বজ্রাঘাতে নিহত অর্ধেন্দু হালদার ও বিউটি মণ্ডলের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন। আহত উজ্জ্বল হালদার পরিবারের সদস্যদের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দিলেন । কুলতলিতে এই প্রথম উপভোক্তারা সরাসরি পরিষেবা পেয়ে বেজায় খুশি এমনি ভাবে কুলতলির জনগনের সাথে ও পাশে থাকুন এমনি আশাবাদী কুলতলি জনগন।