|
---|
নিজস্ব প্রতিবেদক:- হাওড়া আদালত চত্বরে আরও একটি দশতলা ভবন তৈরির পরিকল্পনা চূড়ান্ত করল রাজ্য সরকারের আইন বিভাগ। আদালত সূত্রের খবর, আর্থিক অনুমোদন মিললেই ওই ভবন তৈরির কাজ শুরু হবে। উল্লেখ্য, ইতিপূর্বেই আদালত চত্বরে ১১ কাঠা জমির উপরে একটি দশতলা ভবন তৈরির কাজ শুরু হয়েছে। সেই ভবনের পাশেই তৈরি হবে দ্বিতীয় ভবনটি। প্রথম ভবনটির মতো দ্বিতীয় ভবনটিরও কাজ করবে রাজ্য সরকারের পূর্ত দফতর। নতুন দু’টি বাড়ি তৈরি হয়ে গেলে সুবিধা হবে আইনজীবী থেকে শুরু করে আদালতের কর্মী ও বিচারপ্রার্থীদের। কারণ, বর্তমানে আদালতের সঙ্কীর্ণ জায়গায় বিচার-প্রক্রিয়া চলায় এবং প্রচুর সেরেস্তা থাকায় ভিড়ের মধ্যে নিত্যদিন তাঁদের সমস্যায় পড়তে হয়। সেই কারণে ২০১১ সালেই আদালত চত্বরে দু’টি ভবন তৈরির পরিকল্পনা হয়েছিল।আদালত সূত্রে জানা গিয়েছে, প্রথম ভবনটির পাশে সাত কাঠা জমির উপরে তৈরি হবে দ্বিতীয় ভবনটি। খরচ ধরা হয়েছে ৯ কোটি ৬১ লক্ষ টাকা। দ্বিতীয় এই ভবনে চারটি বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত থেকে আইনজীবীদের সেরেস্তা— থাকবে সবই। বিচারপ্রার্থী থেকে আইনজীবীরা প্রত্যেকেই চাইছেন, দ্রুত ভবন দু’টি তৈরির কাজ সম্পন্ন হোক। হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সভাপতি সমীর বসুরায়চৌধুরী বলেন, ‘‘একটি ভবন তৈরির কাজ শুরু হলেও অন্যটির কাজ থমকে গিয়েছে। অবিলম্বে ছ’মাসের মধ্যে দু’টি ভবনের কাজ শেষ করতে হবে। কারণ, আদালত চত্বর সঙ্কীর্ণ হওয়ায় দীর্ঘ ২৪ বছর ধরে সমস্যায় ভুগছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা।’’