|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: যদি তুমি ছাত্র হও এক তৃতীয়াংশ বাস ভাড়া কর” এই দাবিতে ARTO দপ্তরের সামনে বিক্ষোভে বসল AIDSO। দূর-দূরান্ত থেকে স্কুল কলেজে পরতে আশা ছাত্র-ছাত্রীদের বাস ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি জমা করা হলেও তাতে কোনপ্রকার কাজ হয়নি। তাই আজ পুনরায় ARTO দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখান AIDSO এর ছাত্র-ছাত্রীরা।
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন জেলা কমিটির সদস্যের একটাই বক্তব্য বাস ভাড়া সংক্রান্ত আশ্বাস শুধু মুখে বলে দিলেই চলবে না। লিখিতভাবে দিতে হবে এবং নির্দেশিকা বের করতে হবে। তবেই তাদের বিক্ষোভ উঠবে। এর আগেও ARTO সাহেব শুধু মুখেই বলেছিলেন সব হয়ে যাবে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। আজ লিখিতভাবে কথা দিতে হবে তবেই