|
---|
ময়নাগুড়ি, ৩০ ডিসেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলো বৃহস্পতিবার। এই ঘটনায় আহত হয়েছেন মন্টু রায় নামে এক ব্যক্তি। এদিন ময়নাগুড়ি থানায় এসে তিনি লিখিত অভিযোগ জমা করেন।
ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতি এলাকায় জমির সীমানা পরিমাপকে কেন্দ্র করে বচসা বাধে দুই পক্ষের মধ্যে। আর এই বিবাদের কারনে মারধোর করার ঘটনা ঘটে। এই ঘটনায় মন্টু রায় নামে এক ব্যক্তি মাথায় চোট পান। এরপর তিনি ময়নাগুড়ি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জমা করেন। মন্টু রায় বলেন, ” আমার জমির সীমানা নিয়ে বিবাদ হয়। ওরা বেশ কয়েকজন অতর্কিত ভাবে হামলা চালায় আমার উপর। এরপর মহিলাদের শ্লীলতাহানি করেন অপর পক্ষের কয়েকজন। এই বিষয়ে আমি ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেছি।”
যদিও অন্য পক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।