|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে শিলিগুড়ির বরোদাকান্ত বিদ্যাপীঠে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সকালে ইষ্কুলে গিয়ে প্রথমে মিড ডেমিলের রান্নার তদারকি করেন এবং দুপুরে ইষ্কুলের বাচ্চাদের সাথে তাদের খাবার সময় আলোচনা করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বাচ্চাদের তিনি জিঞ্জাসা করেন তারা মিড ডে মিলের খাবার ঠিকমতো পাচ্ছে কি না? পেলেও কি কি পাচ্ছে? পরিমান মতো তাদের খাবার দেওয়া হচ্ছে কি না তাও তিনি জিঞ্জাসা করেন যারা মিড ডে মিলের তদারকিতে আছেন। বাচ্চাদের কি খাবার বেশী পছন্দ তাও তিনি জিঞ্জাসা করেন। পরে তিনি জানান এই মিড ডে মিল থেকে নানান অভিযোগ আসছে আমাদের কাছে। খাবার দেওয়া হলেও তা একেবারেই নিম্মমানের কোন কোন সময় তা একেবারেই মুখে দেওয়া যায় না, কেন্দ্রের থেকে পর্যাপ্তভাবে মিড ডে মিল দেওয়া হলেও বাচ্চাদের খাবার সময় এই অবস্থা কেন। কিভাবে এই ঘটনা ঘটছে তিনি জানতে চান। বিধায়ক জানান এখানে যারা পড়াশোনা করে তাদের অনেকেরই অবস্থা ভালো নয় একেবারেই তাই অভিযোগ পেয়েই ছুটে এলাম। দেখছি কি করা যায় বলে জানালেন শিলিগুড়ির বিধায়ক।