|
---|
নিজস্ব সংবাদদাতা :আমার আকতে ভালো লাগে। আর আকার থেকেই আমি নিজেকে দেখতে পাই জানালেন নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর বাসিন্দা সোমেশ ঘোষ। আজকে শিলিগুড়িতে বাচ্চাদের আকার বিষয়ে তিনি এক কথায় মহিরুহ। আমি সব কিছুই আকতে ভালোবাসী। আকা শেখাতে ভালোবাসী। যারা নিজেরা আকতে চান আমি পছন্দ করি তাদের জানালেন সোমেশ ঘোষ। তিনি জানালেন আমার শিক্ষালয় থেকে কত ছোট ছোট বাচ্চা আজকে ভারতের বিভিন্ন জায়গাতে থেকে সুনাম অর্জন করেছে তার কোন ঠিক নেই। যাদের আকা শেখা র সামর্থ নেই কিন্তুু তারা প্রতিভাবান তাদের আমি সব ধরনের সাহায্য করি। এখানে আকা শিখতে এসে কেউ ফিরে যায় না। কারন আমি আকাকে ভালোবাসি সেই কারনেই আকা শেখাই ছোট ছোট ছেলেমেয়েদের সেটা এখানে কোনভাবেই প্রতিবন্ধকতা তৈরী করতে পারে না। আমি কিভাবে কি করতে পারি সেটা আমি একমাত্র জানি । আজকে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা আসে আমার কাছে আকা শিখতে। আজকে আমি যে জায়গাতে আছি সেই জায়গাতে আসার একমাত্র কৃতিত্ব মানুষের আর্শীবাদ। তাদের আর্শীবাদেই আমার এই জায়গাতে আসা। তাই এখন থেকেই আমি ভবিষ্যত প্রজন্মকে তৈরী দেখতে চাই বলে জানালেন সোমেশ ঘোষ।