|
---|
নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের সমতল থেকে পাহাড় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতে বৃষ্টিপাত হবার পরে আজ সকালেও সমর্থন ও পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। তিস্তা তোর্সা , রায়ডাক নদী গুলির জল ক্রমাগত বৃষ্টিপাত হওয়ার কারণে বাড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহর দার্জিলিং ও কালিম্পং ভারী বৃষ্টিপাতের খবর মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গে আগামীকালই ১৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এখানেই শেষ নয়, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শনিবারের পরের থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের সেই অর্থে এখনো বর্ষার বৃষ্টিপাত হচ্ছে না। এই ভরা বর্ষাকাল ও চাতক পাখির মতো বৃষ্টি জন্য করে বসে থাকতে হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ার কারণে তাপমাত্রা খুব একটা কমছে না যার কারণে অস্বস্তি বাড়ছে। ভরা বর্ষার বৃষ্টির জন্য অপেক্ষায় দক্ষিণবঙ্গ।