বীরভূমে তৃণমূলের সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা

খান আরশাদ,বীরভূম : বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন জেলে কিন্তু তার অনুপস্থিতি বীরভূম জেলার নির্বাচনী ফলাফলে বিন্দুমাত্র প্রকাশ পেল না। জেলার সর্বত্রই তৃণমূলের জয়-জয়কার। বীরভূম জেলা পরিষদ এবারও তৃণমূলের দখলেই এল । বীরভূম জেলা পরিষদের ৫২ টি আসনের মধ্যে ৫১ টি আসনই পেয়েছে তৃণমূল অপরদিকে ১টি আসন পেয়েছে কংগ্রেস। নলাটি দুই নম্বর ব্লকের সাবির হোসেন কংগ্রেস প্রার্থী হিসেবে এবারের জেলা পরিষদের আসন দখল করেন।

    বীরভূমের ১৯টি পঞ্চায়েত সমিতি গুলির সবগুলোই তৃণমূল কংগ্রেসের দখলে এল। গ্রাম পঞ্চায়েতের ১৬৭ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৩৯ টি। বিজেপি পেয়েছে ৭টি এবং অমীমাংসিত রয়েছে ২১ টি আসন।

    এবারের নির্বাচনে বীরভূমে উল্লেখযোগ্য কিছু প্রার্থীর মধ্যে প্রথমে যার নাম আসে তিনি হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের ১৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। কাজল শেখ নানুর বিধানসভার এক বলিষ্ঠ তৃণমূল নেতা । এই প্রথম তিনি নির্বাচনে লড়লেন। জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটে জয়ী হলেন।

    অপরদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করা শিবঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বনকাটি সংসদ থেকে তৃণমূলের টিকিটে জয়ী হলেন।

    অপরদিকে নলহাটি এক নম্বর ব্লকের বাণীওর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর সংসদে তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ জয়ী হন। উল্লেখ্য অবৈধ বিস্ফোরক রাখার অভিযোগে গত দশই জুলাই মনোজ ঘোষকে গ্রেফতার করে এনআইএ ।

     

     

    বীরভূমের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নির্বাচনী ফলাফল-

    সিউড়ি ১- তৃণমূল (২) বিজেপি (১),

    সিউড়ি ২- তৃণমূল (৫-০),

    বোলপুর শান্তিনিকেতন- তৃণমূল (৩-০),

    নানুর- তৃণমূল,

    সাঁইথিয়া- তৃণমূল (৫), বিজেপি (১),

    রাজনগর তৃণমূল ৫-০,

    মোহাম্মদ বাজার-তৃণমূল (৯) বিজেপি (৩),

    রামপুরহাট ১ _তৃণমূল (৩) বিজেপি (১),

    রামপুরহাট ২ _তৃণমূল (৭),

    মুরারয় ১- তৃণমূল (৫-০),

    মুরারই ২- তৃণমূল (৩) বামফ্রন্ট (১) , জোট (১),

    ময়ূরেশ্বর -১_ তৃণমূল (৫-০),

    ময়ূরেশ্বর ২- তৃণমূল (৬) টাই (১),

    নলহাটি ১_ তৃণমূল (৮), বিজেপি (১),

    নলহাটি _ জোট (৩) তৃণমূল (২),

    দুবরাজপুর_ তৃণমূল (৬-০),

    খয়রাশোল তৃণমূল (৮), বিজেপি (১) টাই (১)