দুর্বার এর ২৮তম বর্ষপূর্তি উদযাপন সোনাগাছি তে 

নিজস্ব সংবাদদাতা : ২৮ বছরে পদার্পন করলো কলকাতায় সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে প্রতিষ্ঠিত দুর্বার, ভারতের যৌনকর্মীর সাথে, নারী অধিকার, যৌনকর্মীদের অধিকার সমর্থন, মানব পাচার বিরোধী এবং এইচআইভি / এইডস প্রতিরোধ নিয়ে কাজ করছে এই সংগঠন।

     

    সোনাগাছি তে উদযাপিত হলো দুর্বার এর বর্ষপূর্তি। উপস্থিত ছিলেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত দুর্বারের আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে যৌনকর্মী আন্দোলনে সামাজিক সংগঠন গুলির পাশে থাকার কথা অঙ্গীকারের কথা তুলে ধরেন।