কলকাতা কফি হাউসে প্লাস্টিক বর্জন করার ডাক দিল পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ।

লুতুব আলি, নতুন গতি, ১৩ জুলাই : কলকাতা কফি হাউসে প্লাস্টিক বর্জন করার ডাক দিল পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ। প্লাস্টিক ব্যবহার করার ফলে দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি এ ব্যাপারে তৎপর হলেও মানুষকে সম্যকভাবে সচেতন করা যাচ্ছে না। দূষণের মাত্রা যে তিমিরে আছে তার থেকেও মাত্রা বেড়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ। এই সংগঠনের পক্ষ থেকে কলকাতা কফি হাউসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জন করার ডাক দিল। পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, দৈনন্দিন জীবনে প্রায় প্রতি ঘরেই কি শিক্ষিত কি অশিক্ষিত প্রায় সকলেই প্লাস্টিক ব্যবহার করছেন। প্লাস্টিক পরিবেশকে ভীষণভাবে দূষিত করে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট কে ব্যবহার করলে পরিবেশ তার ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। পাট উৎপাদনে ভারত প্রথম সারিতে আছে এবং তারপর বাংলাদেশ। বাংলাদেশের পাট গুণগত মান খুবই ভালো। দৈনন্দিন জীবনে জিনিস বহন করার কাজে পাটের ক্যারি ব্যাগ ব্যবহার করার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। কফি হাউসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কৌশিক গাঙ্গুলী, ধ্রুবব্রত দত্ত, পরিবেশ কর্মী সৈকত খাঁড়া প্রমুখ।