|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূলের জয় জয়কার তাই সুবুজ আবির মেখে বিজয় মিছিল বের করেন মাথুর অঞ্চল আখ্রাপুঞ্জি গ্রামে টুম্পা সরদার। তৃনমূলের জয় এবং বিজয় মিছিল নিয়ে এদিন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন তিনি বললেন এই জয় দিদির উন্নয়ন এর নিরিখে জয়। এছাড়াও তিনি আরো বলেন।