|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাম রাজ্যে এসে রাম স্তুতি শোনা গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায় ৷ তাঁর মতে, রাম ছাড়া অযোধ্যার কোনও অস্তিত্ব নেই ৷ যেখানে রাম সেখানেই অযোধ্যা ৷
চারদিনের সফরে উত্তরপ্রদেশ গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আজ রবিবার তিনি অযোধ্যায় যান ৷ যেখানে জোরকদমে চলছে রামমন্দির নির্মাণের কাজ ৷ এদিন অযোধ্যায় রামায়ণ কনক্লেভের উদ্বোধন করেন রামনাথ কোবিন্দ ৷ রামলালার জন্মস্থানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, ‘রাম ছাড়া অযোধ্যা অযোধ্যা নয়৷ যেখানে রাম সেখানে অযোধ্যা ৷ ভগবান রাম স্থায়ীভাবে এই শহরেই থাকেন ৷ তাই এটাই অযোধ্যা ৷ ’
রাম নামের মহিমা তুলে ধরেন রাষ্ট্রপতি ৷ জানান, তাঁর নামেও রয়েছে রাম ৷ তিনি মনে করেন, তাঁর পরিবারের লোকেরা যখন এই নাম রাখেন তখন তাঁদের মধ্যে ভগবান রামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ কাজ করছিল ৷ সাধারণ মানুষের মধ্যে এই ধরনের অনুভূতি কাজ করা স্বাভাবিক ব্যাপার৷
এর পাশাপাশি অযোধ্যা নামের ব্যাখ্যাও করেন রাষ্ট্রপতি ৷ বলেন, ‘আক্ষরিক অর্থে অযোধ্যার অর্থ, যাঁর সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া যায় না ৷ রঘুবংশীয় রাজা রঘু, দিলীপ, অজ, দশরথ এবং রামের শৌর্য এবং বীরত্বের কাছে শক্রুরা তুচ্ছ হয়ে পড়ত ৷ তার উপর অযোধ্যা হল অজেয় ৷ এমন শহরের সঙ্গে অযোধ্যা নামটাই মানানসই ৷’
এদিকে রামনাথ কোবিন্দের মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক ৷ রাষ্ট্রপতির মন্তব্যে অখুশি বিরোধীরা ৷ তাঁদের মতে, ধর্মনিরপেক্ষ দেশের এক রাষ্ট্রপতির মুখে একটি বিশেষ ধর্মের ভগবানের বন্দনা শোভা পায় না ৷ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে ৷ কিন্তু ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ৷ সেই দেশের সর্বোচ্চ নাগরিক সার্বজনীনভাবে ধর্মের প্রচার করতে পারেন না ৷
উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাষ্ট্রপতির এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে সমাজবাদী পার্টি ৷ দলের এক শীর্ষনেতা জানিয়েছিলেন, রাষ্ট্রপতি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তিনি দলিত সন্তান ৷ আর বিজেপি উত্তরপ্রদেশের দলিত ভোটকে টার্গেট করেছে ৷ গেরুয়া শিবির রাষ্ট্রপতির সফর থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি ৷ বিতর্কিত মন্তব্য করে সপা নেতা ও প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে বলেন, ‘মনে হচ্ছে না রাষ্ট্রপতি রাজ্য সফরে এসেছেন ৷ মনে হচ্ছে কোনও বিজেপি নেতা সফরে এসেছেন ৷ ’