বড়ো ধাক্কা বিজেপির! পাশে থাকবেনা শিরোমণি অকালি দল

দেবজিৎ মুখার্জি: ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড়ো ধাক্কা বিজেপির। “বিজেপির হাত ধরবে না শিরোমণি অকালি দল” সাফ জানিয়ে দিলেন দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল।

     

    কারণ জিজ্ঞেস করায় তিনি বলেন, ”শিরোমণি অকালি দল স্থানীয় দল। আমাদের ফোকাস পাঞ্জাব। আমাদের উচিত করুণানিধি মডেল অনুসরণ করে চলা। যতবার তাঁর দল হেরেছে তিনি মাটির কাছে ফিরে এসেছেন। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করেছেন। লোকসভায় আমরা ৪ বা ৫টি আসন পেলাম কি পেলাম না, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পরের নির্বাচনের দিকেই তাকাতে চাইছি।”

     

    তিনি আরো বলেন, ”যদি কংগ্রেস ও আপ পাঞ্জাবে জোট বাঁধে, অকালি দল আরও বড় শক্তি হিসেবে উঠে আসবে। এমনকী, সাম্প্রতিক বন্যাতেও রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছি আমরাও।”